আগ্রহ কম, 'স্বতন্ত্র' প্রার্থী নিয়ে আছে বিএনপি

সমকাল প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২১, ০৮:১২

বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি। তাই স্থানীয় সরকার নির্বাচনেও দলীয় প্রতীকে অংশ নেবে না দলটি। তবে কেউ যদি স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করেন তাতে বাধাও দেবে না। সেক্ষেত্রে কাউকে দল থেকে শোকজ বা বহিস্কার করা হবে না। দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, একদিকে নির্বাচন কমিশনের প্রতি আস্থার সংকট, অন্যদিকে দলীয় প্রতীক নেই, দলের নেতাকর্মীদের প্রত্যক্ষ সমর্থনও নেই। তাই তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝেও নির্বাচন নিয়ে তেমন উৎসাহ-উদ্দীপনা নেই।


এর পরও কিছু এলাকায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি), পৌরসভা ও উপজেলার নির্বাচনে বিএনপির সম্ভাব্য অনেক প্রার্থীই স্বতন্ত্র নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় রাজনীতিতে নিজেদের প্রভাব ধরে রাখার জন্য আবার কিছু এলাকায় প্রার্থীর ব্যক্তিগত ইমেজকে কাজে লাগিয়ে নির্বাচনী বৈতরণী পার করতে চাইছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও