চুলে রঙ করে রুক্ষ হয়ে যাচ্ছে? ব্যবহার করুন এই হেয়ারপ্যাক
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৯
মানুষ প্রায় সময় নিজের লুকে পরিবর্তন আনতে চায়। আর চেহারায় পরিবর্তন আনতে চাইলে হেয়ার কালার সবচেয়ে ভালো একটি উপায়। চেহরায় নতুনত্ব নিয়ে আসে হেয়ার কালার। কিন্তু এই হেয়ার কালারের জন্য চুল তার প্রাণ হারিয়ে বসে। হেয়ার কালারে যেসব রাসায়নিক পদার্থ থাকে তা চুলের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইন্টারন্যাশনাল জার্নাল অফ ট্রিকোলজিতে একটি গবেষণায় উঠে এসেছে যে,চুলের রঙ বিষাক্ত রাসায়নিক, ক্ষারীয় পিএইচ স্তর,সালফেট দ্বারা পূর্ণ। এসব উপাদানের কারণে চুল নিস্তেজ হয়ে যায়, উজ্জ্বলতা হারায় এবং চুল ভেঙ্গে যায়। চুলের পুষ্টির জন্য: চুলের পুষ্টির জন্য প্রাকৃতিক উপাদান দিয়ে আপনি হেয়ার মাস্ক তৈরি করতে পারেন।