বাংলাদেশি রোগীদের অপেক্ষায় চেন্নাই
'এয়ার বাবল'-এর আওতায় বাংলাদেশের সঙ্গে ভারতের চেন্নাইয়ের সরাসরি বিমান যোগাযোগ প্রায় পাঁচ মাস পর চালু হওয়ায় রোগী ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। বাংলাদেশি রোগীদের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করতে ভারতের 'হেলথ সিটি' নামে প্রসিদ্ধ চেন্নাই মহানগরী।
পরিসংখ্যান অনুযায়ী, ভারতে আগত বিদেশি রোগীদের ৬৫% ভাগ চিকিৎসার জন্য চেন্নাইকে বেছে নেন। আর এই বিদেশি রোগীদের সিংহভাগই বাংলাদেশি। চেন্নাইয়ের হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীদের ভিড় একটি পরিচিত চিত্র হয়ে দাঁড়িয়েছে।