![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/1024/branded_bengali/113A0/production/_120406507_brazilandargentinaplayers.jpg)
শুরুর পাঁচ মিনিট পরেই বাতিল ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল ম্যাচ
ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ বাছাইপর্বের একটি ম্যাচ শুরু হওয়ার পরে ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা তিনজন আর্জেন্টাইন ফুটবলারের বিরুদ্ধে কোভিড সংক্রান্ত বিধিমালা ভঙ্গের অভিযোগ তুলে ম্যাচ বাতিল করে দিয়েছেন। করিন্থিয়াস অ্যারেনা স্টেডিয়ামে ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বের এই ম্যাচটি শুরু হওয়ার পর কর্মকর্তারা মাঠে ঢোকেন খেলা বন্ধ করতে, এবং এরপর সফরকারী দল আর্জেন্টিনা মাঠ ত্যাগ করে। আর্জেন্টিনার চারজন ফুটবলার যারা ইংলিশ লীগে খেলেন, তাদের কোয়ারেন্টিন করতে বলেছিল ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ। এর কয়েক ঘণ্টা পরেই এমন নাটকীয় পরিস্থিতি হয় মাঠে।