You have reached your daily news limit

Please log in to continue


কারাগারে নিঃসঙ্গ বাবর, বছরের পর বছর খোঁজ নিচ্ছে না কেউ

চোখে সোনালি রঙের চশমা, পরনে সাদা পাঞ্জাবি; হাতে একটি রকেট লঞ্চার। এটি নেড়েচেড়ে দেখছেন আর রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন। 

তিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ২০০৪ সালের ১ এপ্রিল রাতে বিশাল অস্ত্রের চালান আটক হওয়ার পর তা দেখতে পরদিন চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনস মাঠে যান তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। 

সেই সময় এমনই একটি ছবি তোলা হয়, এটি গণমাধ্যমে বহুবার ছাপা হয়েছে। এ ছবি তোলার কিছুক্ষণ পরই আয়োজিত সংবাদ সম্মেলনে লুৎফুজ্জামান বাবর মন্তব্য করেন, এ অস্ত্র আনার সঙ্গে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের যোগসূত্র থাকতে পারে। তবে এখন আদালতে প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ নয়, তিনি নিজেই এর সঙ্গে জড়িত। আদালতের রায়ে বাবরসহ ১৪ জনের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন