পরীমণির ঘটনা কী বার্তা দিচ্ছে

দেশ রূপান্তর এহসান মাহমুদ প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৪

কাশিমপুর কারাগারের প্রধান ফটকের সামনে কয়েকশ লোকের ভিড়। একটি সাদা গাড়ি বেরিয়ে আসছে। ফটকের কাছাকাছি আসতেই সবাই গাড়িটি ঘিরে দাঁড়াল। গাড়ির সানরুফ খুলে একজন বেরিয়ে এলেন। মাথায় ফ্যাশনেবল সাদা ওড়না বাঁধা। চোখে রোদচশমা। থুতনির নিচে মাস্ক। মুখে হাসি। সহসাই চেনা গেলপরীমণি। বাংলাদেশের চলচ্চিত্র নায়িকা। গত ৪ আগস্ট থেকে যিনি প্রথমে র‌্যাবের হাতে আটক ও পরে দফায় দফায় সিআইডি পুলিশের রিমান্ড পেরিয়ে কারা অন্তরালে ২৭টি দিনরাত্রি কাটিয়ে জামিনে মুক্ত হয়ে বেরিয়ে এলেন। পরীমণিকে দেখে উপস্থিত ভক্ত, অনুরাগীরা সেলফি তুললেন, হাত মেলালেন। জবাবে পরীমণি মুখে কিছু বললেন না। হাত নাড়িয়ে জবাব দিলেন। আর তখনই দেখা গেল হাতের তালুতে মেহেদি দিয়ে ইংরেজিতে লেখা : ‘ডোন্ট লাভ মি বিচ’ (লাভ শব্দের বদলে ভালোবাসার চিহ্নসূচক তিনটি হৃদয় আঁকা)। এর নিচে হাতের মধ্যম আঙুল প্রদর্শনের একটি ‘বিশেষ চিহ্ন’। এই ঘটনা গত ৩১ আগস্টের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও