![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/image-contents/600x315x1x1/news-photos/2021/09/05/image-272918-1630803262.jpg)
কনডেম সেলে থাকতে চান না ফাঁসির দণ্ডপ্রাপ্তরা
কনডেম সেলে প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গোনে ফাঁসির আসামিরা। কিন্তু এই প্রহর সহসাই শেষ হয় না। কারো কারো ক্ষেত্রে এই প্রহর শেষ হয় দেড় যুগে। আবার কারো এক যুগে। গড়ে একেক জন ফাঁসির আসামিকে ১৩-১৪ বছর কনডেম সেলে থাকতে হচ্ছে। আসামির চূড়ান্ত আপিল ও রিভিউ পিটিশন নিষ্পত্তির পর তাকে অপেক্ষা করতে হয় রাষ্ট্রপতির প্রাণভিক্ষার ওপর। কিন্তু ততদিনে কনডেম সেলে থেকে অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। কেউ কেউ ঐ সেলেই মৃত্যুবরণ করেন। এখন ফাঁসির আসামিদের কনডেম সেলে থাকার আইনগত কর্তৃত্ব চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে দায়ের করা হয়েছে এক রিট আবেদন। ঐ আবেদনে কোনো আসামির মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেম সেলে আবদ্ধ না রাখার প্রার্থনা করা হয়েছে।