![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/09/04/england-hungary-040921-01.jpg/ALTERNATES/w640/england-hungary-040921-01.jpg)
বর্ণবাদ রুখতে দলকে নিষিদ্ধ করার পক্ষে বেল!
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৮
ফুটবলে বর্ণবাদ রোধে নানা পদক্ষেপ নিয়েও কোনো লাভ হচ্ছে না। দিনে দিনে যেন তা বেড়েই চলেছে। ওয়েলস অধিনায়ক গ্যারেথ বেল তাই আরও কঠিন শাস্তির প্রয়োজন দেখছেন। সমর্থকদের মাঠে নিষিদ্ধ করেও কাজ না হলে নির্দিষ্ট ওই দলকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করার পরামর্শ দিলেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।