তীব্র যানজটে জনদুর্ভোগ
রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের বাসিন্দা ইবনুল রহমান চাকরি করেন এক বেসরকারি প্রতিষ্ঠানে। উত্তরা থেকে মতিঝিল যাওয়ার অভিজ্ঞতা বলতে গিয়ে তিনি বলেন, পুরো সড়কেই যানজট। আর যখন বাস চলছে তখন খুব ধীরগতিতে চলছে। অফিস সময়ে বাসগুলোতে যাত্রীর খুব ভিড় থাকে। অফিস সময়ে বের হয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়।
ভাষাণটেক এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেন দাঁড়িয়ে আছেন ইসিবি চত্বরে। যাবেন রামপুরা। তিনি বলেন, এই শহরে আমাদের জীবনের সময়ের কোনো মূল্য নাই। অফিস যেতে আর আসতে বাসেই পাঁচ-ছয় ঘণ্টা লেগে যায়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- তীব্র যানজট
- জনদূর্ভোগ