![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fnisho-20210902173703.jpg)
যার যোগ্যতা আছে সে টিকে থাকবে : আফরান নিশো
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৭
দেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। বৈচিত্র্যময় চরিত্রে হাজির হয়ে তিনি দুই বাংলার দর্শকের মন জয় করেছেন। মুগ্ধতা ছড়িয়ে কাজ করে যাচ্ছেন নিয়মিত। এই জনপ্রিয় অভিনেতাকে সম্প্রতি পাওয়া গেল উত্তরার তিন নম্বর সেক্টরের একটি শুটিং হাউজে। নঈম ইমতিয়াজ নেয়ামুলের একটি নাটকে শুটিং করছেন। সহশিল্পী মামুনুর রশীদ, শিল্পী সরকার অপু ও মেহজাবিন চৌধুরী।
শুটিংয়ের ফাঁকে পাওয়া গেল নিশোকে। আন্তরিকতা নিয়ে কুশলাদি সারলেন। নিজেই জানতে চাইলেন কী খবর, কেমন চলছে শোবিজ। আলাপের শুরু। গল্পে গল্পে অনেক কথা বললেন। নিজের সাম্প্রতিক কাজ, অভিনয় নিয়ে তার সমকালীন ভাবনার কথা।