আফগানিস্তানে খাদ্যের দাম বেড়েছে ৫০ শতাংশ, পেট্রোলের দাম ৭৫ শতাংশ
জাতিসংঘ আশঙ্কা করছে, আফগানিস্তানে আগামী এক মাসের মধ্যে খাদ্য সংকট দেখা দিতে পারে। প্রতি তিন জনের মধ্যে একজন ক্ষুধার্ত থাকবে। আজ বৃহস্পতিবার আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। কারণ হিসেবে দেশটিতে তালেবানের নতুন সরকার গঠনের প্রচেষ্টার কথা উল্লেখ করা হয়েছে।
আফগানিস্তানে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কারী রমিজ অলকবারভ বলেন, 'মানবিক দৃষ্টিকোণ থেকে আফগানিস্তানের পরিস্থিতি অত্যন্ত 'উত্তেজনাপূর্ণ'। তিনি বলেন, 'দেশটিতে ইতোমধ্যে অর্ধেক সংখ্যক শিশু পরের বেলা কী খাবে তা নিয়ে অনিশ্চয়তায় আছে।'