![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-09%252F774a2037-766d-4197-a995-51ffad63a699%252FPalo_broken_home__2_.jpg%3Frect%3D0%252C43%252C1181%252C620%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
মা–বাবার বিচ্ছেদ: ‘তোমাদের মাঝে আমি কই?’
মা–বাবার বিচ্ছেদ হতে চলেছে। কিন্তু সন্তানের অধিকার কার কাছে যাবে, এ নিয়ে সরগরম আদালত পাড়া। দুটি শিশু একে অন্যের হাত ধরে ধীরপায়ে আদালতকক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছিল, হতবিহ্বল তারা। গত মঙ্গলবারের সকালের দৃশ্য ছিল এটি। নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধায়নে আদালতে হাজির করা হয়েছিল তাদের। দুই বোন একে অপরের হাত ধরে কি তখন মনে মনে গাইছিল, আমরা করব জয়! সেটিই তো হওয়ার কথা। নয়তো মা–বাবার বিচ্ছেদ কোন সন্তানই মেনে নিতে পারে। এর জন্য নিশ্চয়ই আইনি মারপ্যাঁচ বোঝার বয়স কিংবা কথায় প্রকাশ করার সামর্থ্য লাগে না।