বান্দরবানে হেলিকপ্টারে করে পাঁচ লাখ বীজ ছড়ালো
বান্দরবানের সংরক্ষিত দুইটি প্রাকৃতিক বনে হেলিকপ্টারে করে বিরল ও বিলুপ্ত প্রায় ৩০ প্রজাতির গাছে পাঁচ লাখ বীজ ছড়ানো হয়েছে।
মঙ্গলবার সকালে বান্দরবান বন বিভাগের আয়োজনে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টারে করে আলীকদম উপজেলার মাতামুহুরী এবং থানচি উপজেলার সাঙ্গু সংরক্ষিত প্রাকৃতিক বনের এ বীজ ছেটানো হয়।
বীজ ছড়ানোর এ কর্মসূচি উদ্বোধন করে বান্দরবান সেনা রিজিয়নে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক বলেন, “এখানকার জীববৈচিত্র্য রক্ষা করতে এবং স্থানীয় মানুষ প্রকৃতির সাথে মিশে থাকতে পারার জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে।