![](https://media.priyo.com/img/500x/https://www.dailynayadiganta.com/resources/img/article/202108/605377_194.jpg)
কাশিমপুরে সাজাপ্রাপ্ত প্রাপ্ত আসামির মৃত্যু
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ বন্দী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফজলুর রহমান তন্ময় ওরফে তাপসের (৫২) মৃত্যু হয়েছে। তিনি ঢাকার দোহার থানার লোটাখোনা গ্রামের মোজাফফর হোসেনের ছেলে।
কারাগার সূত্রে জানা যায়, ঢাকার ধানমন্ডি থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় আদালত ফজলুর রহমান তন্ময়কে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এছাড়া তিনি অপর একটি মামলায় অস্ত্র আইনে ১৪ বছরের সাজাপ্রাপ্ত বন্দী ছিলেন।