![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-08%252F50411632-56b8-4bf0-aaca-a8111e459e4c%252FUntitled_3.png%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.0)
ধর্মীয় নেতাকে ধরে নিয়েছে তালেবান
প্রথম আলো
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২১, ২৩:০৩
আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গনির পরামর্শক হিসেবে কাজ করা প্রভাবশালী একজন ধর্মীয় নেতাকে তালেবান সদস্যরা ধরে নিয়ে গেছেন। সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মৌলভি মোহাম্মদ সরদার জাদরান আফগানিস্তানের ধর্মীয় পণ্ডিতদের জাতীয় পর্ষদের প্রধানের দায়িত্বে ছিলেন। তাঁকে খোস্ত প্রদেশ থেকে তালেবান ধরে নিয়ে গেছে বলে তাঁর ছেলে জানিয়েছেন।