বড় ধরনের মানবিক সংকটের মুখে আফগানিস্তান: ইউএনএইচসিআর
আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার অভিযান দ্রুতই শেষ হতে চলেছে। এতে তিন কোটি ৯০ লাখ মানুষের জন্য এক মহাসংকট শুরু হতে চলেছে।
জাতিসংঘের শরণার্থী বিষক সংস্থা ইউএনএইচসিআর সোমবার এ সতর্কবার্তা দিয়ে এই মানুষগুলোর জন্য সাহয্যের আবেদন জানিয়েছে।
ইউএনএইচসিআর এর হাইকমিশনার ফিলিপো গ্র্যান্ডি প্রতিবেশী দেশগুলোর সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়ে পাকিস্তান ও ইরানের সঙ্গে মানবিক দায়িত্ব ভাগাভাগি করে নিতে বলেছেন। দেশ দুটি এরই মধ্যে ২২ লাখ আফগানকে আশ্রয় দিয়েছে।