![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F08%2F30%2Frajarbagh.jpg%3Fitok%3DmY3K9rPK)
৬৩ দিনব্যাপী মাহফিল শুরু হচ্ছে রাজারবাগে
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ৬৩ দিনব্যাপী বিশেষ মাহফিল রাজধানীর রাজারবাগ দরবার শরীফে অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাহফিলটি আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে রাজারবাগ দরবার শরীফ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে মুহম্মদিয়া জামিয়া শরীফ গবেষণাগারের গবেষক আল্লামা মুহম্মদ আলমগীর হুসাইন বলেন, আগামী ৬ সেপ্টেম্বর থেকে প্রতিদিন বাদ আসর এই বরকতময় মাহফিল শুরু হবে। একইসঙ্গে মুহম্মদিয়া জামিয়া শরীফ বালিকা মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিদিন বাদ জোহর মহিলাদের বিশেষ তালিম দেবেন হযরত উম্মুল উমাম।