লকডাউনে ইত্যাদি

বাংলাদেশ প্রতিদিন হানিফ সংকেত প্রকাশিত: ৩০ আগস্ট ২০২১, ০০:০০

মানুষ যা দেখতে চায় তা নিজের গরজেই দেখে, আবার অনেক সময় নিজের খরচেও দেখে। তবে ইদানীং ‘মান’ সংকটের কারণে পয়সা দিয়েও কেউ যেমন কোথাও অনুষ্ঠান দেখতে যায় না, তেমনি বিনা পয়সায়ও অনেকে টিভি অনুষ্ঠান দেখতেও আগ্রহী হয় না। আসলে চ্যানেলে চ্যানেলে অনুষ্ঠান সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষকে দেখানোর আগ্রহ বাড়লেও দর্শকের দেখার আগ্রহ খুব একটা বাড়েনি।


রিমোট হাতে নিয়ে নিজের অজান্তেই কে যে কখন কোন চ্যানেলে কতবার ছুটে বেড়ায় তা সে নিজেও জানে না। যে যেই চ্যানেলেই যান বা তাকান, খবর-গান-ফান কিংবা আলোচনা অনুষ্ঠান, সবই যেন এক সমান। বেশির ভাগই ইনডোরভিত্তিক। টকশো, রকশো, লাইভ শো, কুইজ শো, সেলিব্রেটি শো, আড্ডা শো, প্রতিযোগিতা শো সবই স্টুডিওর চার দেয়ালের মধ্যেই। সংবাদের রিপোর্টিং, আর নাটকের বহির্দৃশ্য ছাড়া স্টুডিওর বাইরের দৃশ্য খুব একটা চোখে পড়ে না। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও