১১ আগস্ট ২০২১ বাংলাদেশ সরকার লকডাউন তুলে নেওয়ার আগে উদ্ভূত পরিস্থিতি আমরা লক্ষ করছিলাম যে, দৈনিক মৃত্যু ২৫০-এর ঊর্ধ্বে উঠেছিল; এবং মনে হচ্ছিল একটা স্বাভাবিক ফেনোমেনা হতে চলেছে, হয়তো তা ৩০০ অতিক্রম করে যাবে।
মহামারির এত বাজে অবস্থা আমরা বিগত দিনগুলোতে দেখিনি বিধায় হঠাৎ করেই এই মৃত্যুর মিছিলের মাঝে যখন লকডাউন তুলে দেওয়ার ঘোষণা এলো, জনমনে কিংকর্তব্যবিমূঢ় প্রশ্নের আবির্ভাব ঘটলো– ‘এটা একটা সময় হলো?’
সরকারকে তার যথারীতি ‘দায়িত্বহীনতা ও কাণ্ডজ্ঞানের অভাব’ নিয়ে কম সমালোচনা ও গালমন্দ শুনতে হয়নি। তবে অবাক বিস্ময়ে খেয়াল করলাম ঠিক উল্টোটা ঘটছে।