ধসের শঙ্কায় প্রাথমিক বিদ্যালয়, অনিশ্চিত পাঠদান
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় চার বছর ধরে ধসে পড়ার আশংকায় রয়েছে সারটিয়া গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। এতে অনিশ্চিত শিক্ষার্থীদের পাঠদান। দ্রুত এর সমাধান না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা।
খোঁজ নিয়ে জান যায়, ৪৮নং সারটিয়া গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৩৮ সালে নির্মাণ করা হয়। পরবর্তীতে ২০০৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে বিদ্যালয়ে একটি পাকা ভবন করে দেওয়া হয়।