এক মাসে ৮ বিদ্যালয় নদীগর্ভে, ঝুঁকিতে আরও ২৫টি
গত এক মাসে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমারের ভাঙনে নদীগর্ভে চলে গেছে আটটি প্রাথমিক বিদ্যালয় এবং ভাঙন ঝুঁকিতে রয়েছে আরও ২৫টি।
ভাঙনকবলিত বিদ্যালয়গুলোর আসবাবপত্র সরিয়ে রাখা হয়েছে। তবে নতুন করে বিদ্যালয় নির্মাণের জায়গা পাওয়া যাচ্ছে না বলে স্থানীয়রা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।
কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র ডেইলি স্টারকে জানিয়েছে, নদী ভাঙনের কারণে কুড়িগ্রামে সাতটি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন হুমকিতে রয়েছে আরও ২০টি প্রাথমিক বিদ্যালয়।