১৮ বছর বয়সের লিকলিকে সুদর্শন এক তরুণ যোগ দিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। বল নিয়ে কারিকুরি করতে যাঁর জুড়ি নেই, ছুটতে পারেন বাতাসের গতিতে। স্যার অ্যালেক্স ফার্গুসনের দীক্ষায় সেই তরুণ যত দিনে নিজেকে গড়ে তুললেন পরিপূর্ণ একজন ফুটবলার হিসেবে, তত দিনে ম্যানচেস্টার ইউনাইটেডের ট্রফি কেসে যোগ হয়ে গেছে আরো তিনটি প্রিমিয়ার লিগ, আর ফার্গুসনের শেষ চ্যাম্পিয়নস লিগ শিরোপাটাও ২০০৮ সালে।