মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে ডেকে এনে এক নারীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শুক্রবার রাতে আবুল কালাম আজাদ (৩৫) নামের এক যুবককে আসামি করে থানায় মামলা করেছেন ওই নারী।
অভিযুক্ত আবুল কালাম আজাদের বাড়ি লেছড়াগঞ্জ ইউনিয়নের রুস্তুমপুর গ্রামে। তিনি ইউপি চেয়ারম্যানকে মোটরসাইকেলে আনা–নেওয়া ও তাঁর সহযোগী হিসেবে কাজ করেন। তিনি ইউনিয়ন পরিষদ ভবনের একটি কক্ষে থাকেন।