টনে টনে মরা মাছ ভেসে উঠল স্পেনের হ্রদে
স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় একটি লবণাক্ত হ্রদে টনে টনে মৃত মাছ ভেসে উঠেছে। বিপুল সংখ্যক মাছের মৃত্যুর ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দা এবং পরিবেশবিদরা। দক্ষিণ মূর্শিয়ার মের মেনোর নামের ওই হ্রদে এতো মাছের মৃত্যুর জন্য স্থানীয় সরকার গরম আবহাওয়াকে দায়ী করেছে।
তবে বিজ্ঞানীরা বলছেন, স্থানীয় কৃষিকাজের কারণে যে দূষণ তৈরি হচ্ছে তার কারণে পানির মান নষ্ট হচ্ছে। এতে হ্রদে থাকা হাজার হাজার মাছ প্রাণ হারাচ্ছে। এই ঘটনা তদন্ত করছেন প্রসিকিউটররা। অপরদিকে এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিক্ষোভ করছেন স্থানীয় বাসিন্দারা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- কৃষিকাজ
- বিক্ষোভ
- লবণাক্ত