না’ বলতে ভয়?
ফিনান্সিয়াল এক্সপ্রেস
প্রকাশিত: ২২ আগস্ট ২০২১, ১০:২৩
'হ্যাঁ' এবং ‘না'। খুব সামান্য অক্ষর খরুচে শব্দ দুটো। প্রতিনিয়ত আমাদের আশেপাশে ঘুরঘুর করে। কেউ তখন ভালোবেসে বুকে তুলে রাখে 'হ্যাঁ', আর কেউবা 'না'। যারা মাহাত্ম্য জেনে ‘না’ বলে, তাদের জানাই অভিনন্দন। আর যারা বুঝে না বুঝে সবসময় ‘হ্যাঁ’ উচ্চারণে অভ্যস্ত, তাদের বলি, পড়ুন আমাদের আজকের আয়োজন।
কোনো কাজে বসছে না মন, তবু 'হ্যাঁ' বলার মানে হচ্ছে, আপনার প্রিয় স্বপ্নকে অস্বীকার করা। কারো সাথে জমছে না আলাপন, তবু পড়ে থাকার মানে- সুন্দর আড্ডাকে অসম্মানিত করা। আরও হাজারখানেক বিষয় উদঘাটন করা সম্ভব, যেখানে ছোট একটি ‘না’ বলার অভাবে, জীবন হয় বিষময়। তবে, নিম্নোক্ত কিছু বিষয় মাথায় রাখলেই মুক্তি পাওয়া সম্ভব এই অহেতুক বাধ্যবাধকতাময় বন্ধন থেকে।