কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অনিরাময়যোগ্য ক্ষত শুধু শরীরেই নয়

ডেইলি স্টার প্রকাশিত: ২১ আগস্ট ২০২১, ০৮:৫৬

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় রায় দিতে দেরি হওয়ায় গত বছর বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হতাশা ও যন্ত্রণার কথা জানিয়েছিলেন মো. সেলিম ও মাহবুবা পারভীন। শরীরে কয়েকশ স্প্লিন্টার বয়ে বেড়াচ্ছিলেন আওয়ামী লীগ কর্মী সেলিম। অবশেষে কয়েক মাস আগে তিনি মারা গেছেন।


খুব একটা ভালো নেই বলে জানান মাহবুবা পারভীনও। গত সোমবার তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'শরীরের বিভিন্ন স্থানে এক হাজার ৮০০ এর বেশি স্প্লিন্টার বয়ে বেড়াচ্ছি। মাথা ও কিডনিতেও রয়েছে স্প্লিন্টার। হামলার পর থেকে বিভিন্ন শারীরিক সমস্যার কারণে মানসিক অবস্থাও দিন দিন খারাপের দিকে যাচ্ছে।'


'আমার বয়স এখন ৫২ বছর। দিন দিন স্মৃতিশক্তি কমতে শুরু করেছে, দৃষ্টিশক্তিও কমে যাচ্ছে। কিছুদিন ধরে নতুন এক সমস্যা শুরু হয়েছে— কান দিয়ে রক্ত পড়ছে', বলতে থাকেন ঢাকা দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহবুবা। তিনি বলেন, 'এতগুলো সমস্যা নিয়ে বেঁচে আছি, অথচ মরার আগে দোষীদের বিচারের রায় কার্যকর হওয়া দেখে যেতে পারব কিনা জানি না।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও