আমাদের তরুণেরা এখন কেন আফগানিস্তান যাবে

প্রথম আলো ড. ইমতিয়াজ আহমেদ প্রকাশিত: ২০ আগস্ট ২০২১, ১৯:০৫

২০ বছর আগে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর সহায়তায় আফগানিস্তানে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তারা সারা দেশে কখনোই কর্তৃত্ব করতে পারেনি। শহরাঞ্চলে তাদের শাসন সীমিত ছিল। এর বাইরে বিরাট এলাকায় কর্তৃত্ব ছিল তালেবানের। আমেরিকান সেনা প্রত্যাহার ঘোষণার কয়েক দিনের মাথায় যেভাবে তালেবান কাবুলে ঢুকেছে, তাতে মনে হয় তাদের প্রতি জনগণের সমর্থন ছিল। এর আগে তালেবান একের পর এক প্রাদেশিক রাজধানী দখল করে নেয়।


যে যুক্তরাষ্ট্র দেশটিতে সামরিক কাঠামো প্রতিষ্ঠা করতে ২ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার খরচ করেছে, তাদের এভাবে পিছু হটা বিস্ময়কর। এখন প্রশ্ন হলো দুই দশকের যুদ্ধে আফগানিস্তানে যে ১ লাখ ২০ হাজার মানুষ মারা গেছে, লাখ লাখ মানুষ উদ্বাস্তু হয়েছে, এর দায় কে নেবে? আমার মনে হয়, যুদ্ধে জয়ী হওয়া তাদের উদ্দেশ্য ছিল না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও