ভারতের সঙ্গে 'কূটনৈতিক' সম্পর্ক রাখতে ইচ্ছুক তালিবান
এই সময় ডিজিটাল ডেস্ক: তালিবান কাবুল দখল করায় আফগানিস্তান থেকে কূটনীতিকদের ফেরাতে শুরু করেছে ভারত। দূতাবাসের কর্মী সহ ২০০ জনকে ফিরিয়ে আনা হয়েছে ইতিমধ্যেই। তবে তালিবান চায় আফগানিস্তানে ভারতের কূটনৈতিক উপস্থিতি বজায় থাকুক। স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এ নিয়ে তালিবান নেতা শের মহম্মদ আব্বাস স্তানেকজাই ভারতের প্রশাসনিক কর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি অনুরোধ জানিয়েছিলেন, আফগানিস্তান থেকে যেন ভারত দূতাবাস সরিয়ে না নেয়। জানা গিয়েছে, গত ১৬-১৭ অগাস্ট ভারত আফগানিস্তান থেকে ২০০ জনকে ফিরিয়ে আনছে খবর পেয়েই তালিবান নেতা ওই বার্তা পৌঁছে দিয়েছিলেন সংশ্লিষ্ট দফতরে। তালিবান চায়, আফগানিস্তানের আগের মতোই কূটনৈতিক সম্পর্ক বজায় রাখুক ভারত।