কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৫ শনাক্ত ২১.৪৫ শতাংশ

ডেইলি স্টার কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত: ২০ আগস্ট ২০২১, ০৯:৫৭

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চার জন করোনায় ও একজন উপসর্গে মারা যান। একই সময়ে ২৮৯টি নমুনা পরীক্ষায় ৬২ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৪৫ শতাংশ।


আজ শুক্রবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।


তিনি বলেন, 'গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। মারা যাওয়া সবাই কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।'


'একই সময়ে জেলায় ১৬৬ জন সুস্থ হয়েছেন' উল্লেখ করে তিনি আরও বলেন, 'বর্তমানে হাসপাতালে ১৫৫ জন ভর্তি আছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন এক হাজার ৯০৬ জন।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও