আগে হল তারপর বিশ্ববিদ্যালয়

দেশ রূপান্তর ড. এম এ মোমেন প্রকাশিত: ২০ আগস্ট ২০২১, ০৮:২০

১৯৫৯-৬৩ ব্যাচের সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র (প্রথম যুগে তো বটেই পঞ্চাশের দশকেও এসএম হলে ছাত্রীভুক্ত হতো, ছাত্রী অবশ্য থাকতেন ভিন্ন আবাসনে, শুরুতে হলের নাম ছিল কেবল মুসলিম হল, ১৯৩১-এ হল ভবন তৈরি হওয়ার পর থেকে সলিমুল্লাহ মুসলিম হল, ১৯৭২ থেকে কেবল সলিমুল্লাহ হল) আহবাব আহমেদের হলের স্মৃতি ফিকশন পাঠের আনন্দও দেয়। তার কাছে হল আগে, তারপর বিশ্ববিদ্যালয়। তিনি লিখেছেন : হল ছিল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার মোহন তোরণ। এর ভেতর দিয়ে ঢোকা ছাড়া অন্য কোনো অলিগলি ছিল না। অতএব আমি সর্বপ্রথম হলের এবং সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও