কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে তদন্ত কমিশন সময়ের দাবি

সমকাল ওবায়দুল হাসান প্রকাশিত: ১৯ আগস্ট ২০২১, ০৮:৫০

১৯৭৫ সালের ১৫ আগস্ট শুক্রবার সুবেহ্‌ সাদেকের পর যখন মসজিদের মিনার চূড়া থেকে ভেসে আসছিল উদাত্ত আহ্বান- 'আস্‌সালাতু খায়রুম মিনাম নাউম'। মুসল্লিরা ফজরের নামাজের জন্য মসজিদের দিকে এগোতে থাকেন। ঠিক তখন ধানমন্ডি, মোহাম্মদপুর ও রমনা এলাকার সাধারণ মানুষ গুলির শব্দে ঘুম থেকে জেগে ওঠে। মুসল্লিরা হতচকিত ও ভীত হয়ে এদিক-সেদিক তাকাতে থাকেন। তারা কোনো কিছুই বুঝে উঠতে পারছিলেন না। কী হলো? কিছুক্ষণ পর রেডিওতে সম্প্রচারিত মেজর ডালিমের ঘোষণায় দেশবাসী চমকে ওঠে, হতবাক হয়। জানতে পারে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। দেশে সামরিক আইন জারি করা হয়েছে। নির্বাক, বিস্মিত, বেদনার্ত হয় জাতি। অনেকেই এই ঘোষণা বিশ্বাস করতে পারছিল না। বেতারে কিছুক্ষণ পরপর ঘাতক মেজর ডালিমের একই ঘোষণা সম্প্রচারিত হচ্ছিল। সেদিনের এই বর্বর হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্বও হয়েছিল বেদনার্ত-হতবাক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও