কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যুক্তরাষ্ট্রের কৌশলের ভয়াবহ ফল পাচ্ছে আফগানিস্তান

প্রথম আলো রিচার্ড হাস প্রকাশিত: ১৮ আগস্ট ২০২১, ১০:৪৮

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি তাঁর দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তালেবান যোদ্ধারা কাবুলে প্রবেশ করায় তাঁর সরকারের পতন হয়েছে। ১৯৭৫ সালে সায়গনের কলঙ্কজনক স্মৃতি ফিরে এসেছে। দুই দশক ধরে আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর সরব উপস্থিতি মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে নেই হয়ে গেছে। এটা কী করে সম্ভব হলো?


এমন কিছু যুদ্ধ আছে, যেগুলোর জন্ম প্রয়োজনীয়তা থেকেই। দৃষ্টান্ত হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ১৯৯০-৯১-এর উপসাগরীয় যুদ্ধের কথা বলা যায়। এ ধরনের যুদ্ধে সামরিক বাহিনী নিয়োজিত করা হয়। কারণ, এটাই সবচেয়ে ভালো উপায়। জাতীয় গুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষার একমাত্র পথ এটাই। আরও কিছু যুদ্ধ আছে, যেগুলো বেছে নেওয়া যুদ্ধ বলা হয়। যেমন ভিয়েতনাম যুদ্ধ ও ২০০৩ সালের ইরাক যুদ্ধ। এ ধরনের যুদ্ধে স্বার্থের জায়গা গুরুত্বের বিবেচনায় কম। এখন আমরা নতুন করে সৈন্য প্রত্যাহারের পথ বেছে নেওয়ার বিষয়টিও দেখছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও