কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাজারহাটবাসীর দুঃখ

সমকাল রাজারহাট মোরশেদুল আলম প্রকাশিত: ১৭ আগস্ট ২০২১, ০৯:১০

নদীমাতৃক দেশ বাংলাদেশ। এ দেশে জালের মতো ছড়িয়ে-ছিটিয়ে আছে নদী। ছোট-বড় সব মিলিয়ে সাত শতাধিক নদী আমাদের দেশে। এর মধ্যে সরকারি হিসাবে রংপুর অঞ্চলে আছে ১৮টি নদী। তবে একটি বেসরকারি সংস্থার এক গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়, রংপুর অঞ্চলে মোট নদীর সংখ্যা ৮২, যার অধিকাংশই অস্তিত্ব সংকটে। এত নদীর বদৌলতে সমৃদ্ধ জনপদ হতে পারত রংপুর তথা দেশের উত্তরাঞ্চল। কিন্তু এসব নদী সৌভাগ্যের পরিবর্তে যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে উত্তরাঞ্চলের মানুষের কাছে।


রংপুর অঞ্চল তথা দেশের সবচেয়ে দরিদ্র জেলা কুড়িগ্রাম। প্রতি বছর বন্যার সময় গোটা কুড়িগ্রাম জেলা পরিণত হয় একটি নদীতে। ফসল ও জান-মালের ক্ষয়-ক্ষতি হয়। বন্যার পানি কমতে না কমতেই শুরু হয় নদীভাঙন। মূলত বন্যা আর নদীভাঙনের কাছে অসহায় এ জেলার মানুষ। প্রতি বছর অবধারিত এ দুর্যোগের ক্ষয়-ক্ষতি পুষিয়ে উঠতে না পেরে সম্ভাবনাময় কুড়িগ্রাম জেলায় ক্রমেই দরিদ্রের হার বাড়ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও