সেনা প্রত্যাহারে কেবল নিজের স্বার্থ দেখেছে যুক্তরাষ্ট্র : মেরকেল
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার ইস্যুতে যুক্তরাষ্ট্র কেবল নিজের স্বার্থ দেখেছে, অন্য কারো কথা বিবেচনা করেনি। সোমবার জার্মানির বার্লিনে নিজের রাজনৈতিক দল সিডিইউয়ের এক বৈঠকে এ মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। বৈঠকে মেরকেল বলেন, ‘আমরা বরাবরই বলে এসেছি, আফগানিস্তানে ততদিনই ন্যাটো সৈন্যদল থাকবে, যতদিন দেশটিতে যুক্তরাষ্ট্র থাকবে।’