You have reached your daily news limit

Please log in to continue


এই শ্রাবণে অশ্রুর আগস্টে বিষণ্ন ভাবনাগুলো

মানুষের জীবনে সুসময়-দুঃসময় দুই-ই থাকে। সময়ের আবর্তে আলো-অন্ধকার আর সুখ-দুঃখের এই উত্থান-পতন। যে কারণে পর্বতপ্রমাণ বিষাদ বেদনার ভারেও স্তব্ধ হয়ে যায় না জীবন। নিরন্তর বহমান বলেই এই বিশ্বসংসার আজও টিকে আছে। আমাদের জাতীয় জীবনের এক চরম বেদনাবিধুর বিপর্যয়ের মাস আগস্ট। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার কালো স্মৃতিবিজড়িত এই মাস।

সদ্য স্বাধীন এই বাংলাদেশকে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা উল্টো পথে নিয়ে যেতে চেয়েছিল, যে পথ স্বাধীনতা বিরোধীদের পছন্দ, যে পথ আন্তর্জাতিক পরাশক্তির পছন্দ, যে পথ সাম্প্রদায়িকতার পুঁজিবাদীদের শোষণ প্রক্রিয়ায় চলার পথ। বঙ্গবন্ধুর মতো মহান নেতাকে হত্যা করেও বাংলাদেশকে তার মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীল রাষ্ট্রচিন্তার পথ থেকে চিরতরে সরানো যায়নি। দীর্ঘ প্রতীক্ষার পরে হলেও বাংলাদেশ তার মুক্তিযুদ্ধের সড়ক ধরেই চলার সুযোগ ফিরে পেয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন