শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রয়োজনীয়তা ও সতর্কতা

যুগান্তর মুঈদ রহমান প্রকাশিত: ১৬ আগস্ট ২০২১, ১২:০৯

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলার স্বার্থে গত এপ্রিল থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন ধরনের লকডাউন আরোপ করা হয়েছিল। কিন্তু সংক্রমণের মাত্রা দ্রুত হারে বৃদ্ধি পাওয়ায় গত ১ জুলাই থেকে সারা দেশে একযোগে কঠোর লকডাউন প্রয়োগের কথা বলা হয়েছিল। পরামর্শক কমিটি টানা ১৪ দিনের কঠোর লকডাউনের সুপারিশ করে। এর বিপরীতে ৮ দিনের মাথায় এসে লকডাউন শিথিল করে সরকার। পরে আবার ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সেই ‘কঠোর’ লকডাউন আরোপ করা হয়। তবে এবারেও তা কার্যকর করা যায়নি। মাত্র ৭ দিনের মাথায় এসে পোশাকশিল্প ও কলকারখানা খুলে দেওয়া হয়। অবশ্য দোকানপাট, শপিংমল ও পরিবহণের ওপর বিধিনিষেধ ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। ১১ আগস্ট থেকে সবকিছু খুলে দেওয়ার পরও পরিবহণের ক্ষেত্রে তা ৫০ শতাংশে সীমাবদ্ধ রাখা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও