করোনাকে ছুটিতে পাঠালেন তারা
করোনাভাইরাস সংক্রমণ রোধে সারাদেশে দেওয়া সরকারের কঠোর বিধিনিষেধ শেষ হয়েছে গত ১০ আগস্ট। সর্বশেষ টানা ১৯ দিন ঘরবন্দি থাকার পর নানা প্রয়োজনে মানুষ ঘরের বাইরে বের হচ্ছে।
টানা তিন দিনের ছুটির শেষ দিনে মুক্ত বাতাসের খোঁজে রাজধানীর বিভিন্ন মুক্তপ্রাঙ্গণে আসতে দেখা গেছে নগরবাসীকে। এ সময় অধিকাংশ নগরবাসীই খুলে রেখেছেন মাস্ক। আর ভুলে গেছেন সামাজিক দূরত্ব। যেন করোনাকে তারা ছুটি দিয়েছেন।
রোববার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর ধানমন্ডি লেক, রবীন্দ্র সরোবর, সংসদ ভবন এলাকা, চন্দ্রিমা উদ্যান, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক এবং হাতিরঝিল এলাকা ঘুরে দেখা যায়, শতশত মানুষ পরিবার প্রিয়জন নিয়ে এসব এলাকায় এসেছেন। তাদের কেউ মেতেছেন খোশগল্পে, কেউ বাদাম খাচ্ছেন। কেউ কেউ ছবি তুলতে ব্যস্ত।