প্রকৃতি তার নামে কবিতা লেখে
শোকের এই মাসে বাংলাদেশের মানুষ ও প্রকৃতি খুবই বেদনাহত থাকে। কবিরা আমাদের মনের কথা জানতে পারেন। তারা আগামীর কথাও নান্দনিকভাবে বলতে পারেন। প্রকৃতির মনের কথাও তারা বুঝতে পারেন। বঙ্গবন্ধু তাদের প্রাণের বিষয়। কেননা, তিনিই যে বাংলাদেশ। আর সেই বাংলাদেশের নদী, সমুদ্র, পাহাড়, গাছ, পাখি ও বিশাল সবুজ প্রান্তর নিরন্তর তাকেই স্মরণ করে। সে কারণেই বিশ্বাসঘাতকের দল বঙ্গবন্ধুকে শারীরিকভাবে আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন করার পরপরই এই বলে দুঃসাহস দেখাচ্ছিল- তিনি কেউ নন। সময়টা ছিল নিকষ কালো। বাংলাদেশ চলছিল মুক্তিযুদ্ধের মৌল চেতনার উল্টো দিকে; 'অদ্ভুত এক উটের পিঠে'। এর উত্তরে কবি মহাদেব সাহা 'এই নাম স্বতোৎসারিত' নামে একটি হৃদয়গ্রাহী কবিতা লিখেছিলেন। রবীন্দ্রনাথের গান ও কবিতার বরাত দিয়ে তিনি ওই কবিতায় লিখেছিলেন, 'তিনি বাংলাদেশের হৃদয়।' আর আগস্টের কালরাতে ঘাতকরা সেই বাংলাদেশের হৃদয়কেই গুলিবিদ্ধ করেছিল। সেই বুক থেকে বয়ে যাওয়া পবিত্র রক্ত সারাবাংলার প্রকৃতির বুককে রক্তাক্ত করেছিল। সে রক্তধারা আজও বয়ে চলেছে নিরবধি। আর সে কারণেই কবির উচ্চারণ ছিল- 'তুমি এই বাংলার নদী, বাংলার সবুজ প্রান্তর/ তুমি এই চর্যাপদের গান, তুমি এই বাংলা অক্ষর,/ বলে ওরা, তুমি কেউ নও, কিন্তু তোমার পায়ের শব্দে নেচে ওঠে পদ্মার ইলিশ।'