কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পুলিশ কর্মকর্তাকে দেওয়া হলো দুই টিকার দুই ডোজ!

বাংলা ট্রিবিউন আজমিরীগঞ্জ প্রকাশিত: ১৪ আগস্ট ২০২১, ১৯:২৩

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিদ্যুৎ দাশকে করোনার দুই ধরনের টিকার দুটি ডোজ দেওয়ার অভিযোগ উঠেছে। করোনা ভ্যাকসিন হিসেবে তাকে দেওয়া হয়েছে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডের প্রথম ডোজ। তবে শনিবার (১৪ আগস্ট) দ্বিতীয় ডোজ হিসেবে তাকে সিনোফার্মের টিকা পুশ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ দাশ।   


জানা যায়, এসআই বিদ্যুৎ দাশ গত ১১ এপ্রিল করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ (অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড) নেন। কিন্তু মজুত না থাকায় দ্বিতীয় ডোজ দিতে দেরি হয়। চার মাস পর গত শুক্রবার (১৩ আগস্ট) বিদ্যুৎ দাশের মোবাইলে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার বার্তা আসে। পরে শনিবার (১৪ আগস্ট) সকালে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন। কিন্তু টিকা কার্ড হাতে নিয়ে দেখেন দ্বিতীয় ডোজে তাকে সিনোফার্মার টিকা দেওয়া হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও