সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৫ সেমি ওপরে, অর্ধশত গ্রাম প্লাবিত
কয়েক দিনের টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা, যাদুকাটা, চলতি ও চেলা নদীসহ সবকটি নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর পানি আজ শনিবার সকাল ৯টায় ঘোলঘর পয়েন্ট দিয়ে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।