![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F08%2F14%2Fsunamganj-pic.jpg%3Fitok%3DgqGp_lFm)
সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৫ সেমি ওপরে, অর্ধশত গ্রাম প্লাবিত
কয়েক দিনের টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা, যাদুকাটা, চলতি ও চেলা নদীসহ সবকটি নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর পানি আজ শনিবার সকাল ৯টায় ঘোলঘর পয়েন্ট দিয়ে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।