সরকারি চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির ন্যায্যতা
দেড় বছরে করোনার প্রভাবে শিক্ষিত বেকারদের জীবনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সমাজে অনেক শিক্ষিত বেকার যুবক রয়েছে, যারা করোনার প্রাদুর্ভাবের শুরুতেই শিক্ষাজীবন শেষ করেছে। অনেক কষ্ট করেও তারা এখন পর্যন্ত কোনো একটি চাকরি জোগাড় করতে পারেনি। আবার অনেকেই চাকরিচ্যুত হয়েছে। তাদের মধ্যে বেশ কিছু সরকারি চাকরির চেষ্টা করতে করতে বয়সসীমা ৩০ বছর ছাড়িয়ে গেছে। কেউ কেউ শুধু টিউশনি করে বা পার্টটাইম চাকরি করে কোনো রকমে দিন পার করলেও এখন সেই সুযোগও নেই। পরিবার থেকে অনেক টাকা ব্যয় করে পড়ালেখা করানোর কারণে এখন আর মা-বাবার কাছে হাত পেতে কিছু নেওয়া সম্ভব নয়, সেই দরজাও বন্ধ হয়ে গেছে।