You have reached your daily news limit

Please log in to continue


সিলেটে করোনায় আরও ২১ জনের মৃত্যু

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন। এ সময় ১ হাজার ৮৬৩ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৫৬৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৪৩ শতাংশ।

এটি সিলেটের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে মঙ্গলবার (১০ আগস্ট) থেকে বুধবার (১১ আগস্ট) পর্যন্ত সিলেট বিভাগে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু হয়েছিল। বৃহস্পতিবার (১২ আগস্ট) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ৩৫৯ জন, সুনামগঞ্জে ৫৩, হবিগঞ্জে ৫৫ এবং মৌলভীবাজারে ১০০ জন শনাক্ত হয়েছেন। সব মিলে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৫৭৮ জন।
এর মধ্যে সিলেট জেলায় ২৫ হাজার ৫২৮ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৫২৮ জন, হবিগঞ্জে ৫ হাজার ৭৩৯ জন এবং মৌলভীবাজারে ৬ হাজার ৮৩০ জন আক্রান্ত হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন