প্রথমদিনে টিকা নিলেন প্রায় ৭ হাজার রোহিঙ্গা
কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে মঙ্গলবার। প্রথম দিনে ৫৫ বছরের বেশি বয়সের ৬ হাজার ৯০১ জন রোহিঙ্গা নারী-পুরুষ এই টিকা পেয়েছেন বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। এর মধ্যে টেকনাফে ১ হাজার ১২৫ জন এবং উখিয়া ক্যাম্পে ৫ হাজার ৭৭৬ জন। উখিয়া ও টেকনাফ উপজেলার ৩৪টি ক্যাম্পের ৫৬ কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে টিকার প্রথম ডোজ নিয়েছেন তারা। প্রথম পর্যায়ে ৪৮ হাজার রোহিঙ্গাকে টিকা দেওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার রাত পৌনে ১১ টায় এসব তথ্য নিশ্চিত করে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা এম আর এইচ ভূঁইয়া জানান, ‘প্রথমদিনে কক্সবাজারের আশ্রিত ৬ হাজার ৯০১ জন রোহিঙ্গা নারী-পুরুষকে টিকা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ৫৫ বছরের বেশি বয়সী রোহিঙ্গাদের এই টিকাদান শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ৪৮ হাজার রোহিঙ্গাকে টিকা দেওয়ার কথা রয়েছে।’