বাংলাদেশকে চাল আমদানি করতে হচ্ছে কেন?
বাংলাদেশে সরকারিভাবে ভারত থেকে পাঁচ লাখ টন চাল আমদানির প্রক্রিয়া শুরু করা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, বেসরকারিভাবেও দশ লাখ টন চাল আমদানির সুযোগ দেয়া হচ্ছে।
খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড: নাজমানারা খানুম বিবিসিকে বলেছেন, "করোনাভাইরাস মহামারির মধ্যে ভারত থেকে চাল আমদানিতে খরচ কম পড়ছে। সেজন্য সরকারিভাবে চাল আনা হচ্ছে ভারত থেকে।"
তবে বেসরকারি আমদানিকারকরা তাদের সুবিধা অনুযায়ী যে কোন দেশ থেকে চাল আমদানি করতে পারবে বলে ড: খানুম জানিয়েছেন।