![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fland-20210810171410.jpg)
ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ল ১৫ আগস্ট পর্যন্ত
করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আগামী ১৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পর গত ২৬ এপ্রিল দেশটির সঙ্গে প্রথমে ১৪ দিনের জন্য সব ধরনের সীমান্ত বন্ধ করে বাংলাদেশ। পরে সেই মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়। সর্বশেষ ১০ আগস্ট পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল।