![](https://media.priyo.com/img/500x/https://www.channelionline.com/wp-content/uploads/2021/08/gjj.png)
মুন্সীগঞ্জে শিশুকে শ্বাসরোধ করে হত্যা
মুন্সীগঞ্জে আপন চাচাতো ভাইয়ের হাতে যুবায়ের ইসলাম নামের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকাহাটি গ্রামে যুবায়ের ইসলাম গতকাল সন্ধ্যা ৭ টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার পর নিখোঁজ হয়। পরে রাতে বাড়ির পাশে পুকুরে মৃত আবস্থায় যুবায়েরকে পাওয়া যায়।
এলাকাবাসী জানান, গতকাল সন্ধ্যা ৭ টার দিকে যুবায়ের ইসলাম প্রাইভেট পড়তে যাওয়ার সময় তার চাচাতো ভাই মো: ইমন (২০) তাকে ডেকে নিয়ে যায়। যুবায়েরের শিক্ষিকা তার মাকে বলে ইমন পড়তে আসেনি। পরে অনেক খোঁজাখুঁজির পরে বাড়ির পাশে একটি পুকুরে তার মরদেহ দেখতে পাই।পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।