কথিত প্রেমিকার বাড়িতে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু
বগুড়ায় আবু জাফর প্রামানিক (৬২) নামে এক সোনা ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। কথিত প্রেমিকা সুলতানা বেগমের ঘরে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়। সোমবার (৯ আগস্ট) দুপুরে শহরের ধরমপুর এলাকায় এ ঘটনায় পুলিশ জাফরের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এছাড়া সন্দেহজনক আচরণে সুলতানা বেগম ও তার আত্মীয় মিনা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
পরিবারের সদস্যদের ধারণা, ব্যবসায়ী আবু জাফরকে হত্যা করা হয়েছে। সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।