![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Funtitled-3-20210810083311.jpg)
গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল ব্যবসায়ীর
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রাইভেটকার দুর্ঘটনায় নজরুল ইসলাম (৬৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় তার ছেলে ও গাড়ি চালক আহত হয়েছেন।
সোমবার (৯ আগস্ট) দিনরাত সাড়ে ১০টার দিকে উপজেলার মুসলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।