কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বঙ্গবন্ধুকে উৎসর্গ

ঢাকা পোষ্ট শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রকাশিত: ০৯ আগস্ট ২০২১, ২২:২৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে চলছে মুজিব শতবর্ষ। এ উপপক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, এ বছর বাংলাদেশে আয়োজিত সবগুলো ক্রিকেট টুর্নামেন্ট আর সিরিজ হবে বঙ্গবন্ধুর নামে। বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া সিরিজও ছিল বঙ্গবন্ধুর নামে। তার ওপর শুরু হয়েছে শোকের মাস আগস্ট। ১৯৭৫ সালের আগস্ট মাসে পরিবারের একাধিক সদস্যসহ শহীদ হন বঙ্গবন্ধু।


এই শোকাবহ আগস্টে দারুণ এক অর্জনের মধ্য দিয়ে গেল বাংলাদেশ ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহ্যের সিরিজ জয়। প্রথমবারের মতো অজিদের হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অজিদের রীতিমতো ব্যবধানে উড়িয়ে দিয়েছে টাইগাররা। সিরিজের শেষ ম্যাচের পর আজ (সোমবার) বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ পুরো দলের পক্ষ থেকে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারকে সিরিজ জয় উৎসর্গ করলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও