You have reached your daily news limit

Please log in to continue


বজ্রপাতে নিহতদের কঙ্কাল চুরি ঠেকাতে কবরে কংক্রিটের ঢালাই

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহতদের মরদেহ চুরি ঠেকাতে কবরের ওপর দেওয়া হয়েছে কংক্রিটের ঢালাই। একইসঙ্গে রাত জেগে কবরগুলো পাহারাও দিচ্ছেন এলাকাবাসী।

গত বুধবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পাঁকা এলাকায় পদ্মার তীরে বজ্রপাতে একসঙ্গে ১৭ জন মারা যান। তাদের মধ্যে ১৬ জন ছিলেন স্থানীয় যুবক আল মামুনের বিয়ের বরযাত্রী। নিহতদের মধ্যে ১২ জন মামুনের নিকট আত্মীয়। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জনতারহাট এলাকার বাসিন্দা।

আল মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার বাবা শরীফুল ইসলামকে (৪২) বাড়ি পেছনের দিকে দাফন করা হয়েছে। গতকাল সেই কবরের ওপর কংক্রিটের ঢালাই করা হয়েছে। বজ্রপাতে নিহতদের কঙ্কাল চুরি করা হয় এমন আশঙ্কা থেকেই কবরটি ঢালাই করে দেওয়া হয়েছে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন